সিলেটের বিশ্বনাথে সিএনজিচালিত অটোরিকশা ড্রাইভারদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ ৩০ জুলাই শুক্রবার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের অন্তর্ভুক্ত ০৪নং ওয়ার্ডের রাজাগঞ্জ বাজারে চলতি কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্থ সিএনজি চালিত অটোরিকসা'র ১০৩জন চালকদের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। .
করোনা কালীন সংকট মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষে ত্রাণ বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা পৌর প্রশাসক ও ইউএনও সুমন চন্দ্র দাস।.
এসময় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুজ্জামান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলার ০২ নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোঃ গিয়াস উদ্দিন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ। .
ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস। তিনি বলেন, সরকারি নির্দেশনা মেনে যার যার অবস্থান থেকে এই মহামারি মোকাবেলা করা আমাদের দায়িত্ব। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহবান জানান তিনি। . .
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া বিশ্বনাথ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: